শফিকুল ইসলাম সফি,নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
বাগডাঙ্গা বিলে মাছ চাষে একটি চক্রের হাত থেকে নিজ জমি উদ্ধার করে মাছ চাষ। জানা যায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বাগডাঙ্গা বিল দীর্ঘদিন থেকে একটি চক্র নিজেরা মৎস্যজীবি সেজে লিজের নামে মাধ্যম পেশীশক্তির জোরে স্থানীয় হতদরিদ্র জেলে ও জনসাধারনের মাছ ধরা বঞ্চিত করে মাছ চাষ করে আসছে। তবে স্থানীয়রা জানায় বাগডাঙ্গা বিল লিজের নামে অনেকের মালিকানা জমিতেও ভয় দেখিয়ে জোর করে মাছ চাষ করে যাচ্ছে ওই চক্র। কুটিবাগডাঙ্গা গ্রামের মৃত: পানাউল্লা ব্যাপারীর ছেলে কাদের গং জানায় আমাদের বাগডাঙ্গা বিল সংলগ্ন নিজ জমি জোড় করে লিজের নাম ভেঙ্গে মাছ চাষ করে আসছে, এমনকি জমির বিষয়ে কথা বললে আমাদেরকে মিথ্যা মামলায় ফাসাঁনোর উদ্দেশ্যে মিথ্যা বিষ প্রয়োগে নিধনের নাটক সাজিয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী করে। পরে তদন্তে যার সত্যতা পায়নি প্রশাসন। শুধু তাই নয় বিলে স্থানীয় লোকজনের পালিত হাঁস নামতে ও লোকজনের গোসল করাও বন্ধ করে দেয়। পরে স্থানীয়রাও ঐ চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ নিষ্ঠার সাথে তদন্ত করে। অবশেষে সকলের সহযোগীতায় ঐ চক্রের হাত থেকে জমির মালিকরা জমি উদ্ধার করে নিজ জমিতে জাল ও বাঁশ দিয়ে মৎস্য প্রজেক্ট করে মাছ চাষ শুরু করেছে। ।