মো: জাহিদ আলী, নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে চিকিৎসা না দেয়ার অভিযোগে মেডিক্যাল অফিসার ডাঃ আয়েশা সিদ্দিকা আশাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাগাতিপাড়া উপজেলা শাখা। রোববার বিকাল সাড়ে ৫টায় উপজেলা প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সোহেল রানা বক্তব্য প্রদান করেন। তিনি অভিযোগ করেন, গত ২৬ জুন দুপুরে ঘোরলাজ মহল্লার জাপা নেতা শমসের আলীর পুত্রবধু ভারতীয় নাগরিক আইনজীবী নিতু ব্যানার্জী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানে মেডিক্যাল এ্যাসিসটেন্ট রোগীর পরিস্থিতি দেখে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আয়েশা সিদ্দিকা আশাকে মোবাইল ফোনে জানান। সে সময় ডাঃ আশা হাসপাতালের দ্বিতীয় তলায় ছিলেন। রোগীর কথা জানার পরও তিনি চিকিৎসা সেবা না দিয়েই মোবাইল ফোনে রোগীকে নাটোর সদর হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। এমনকি দোতলা থেকে তিনি নিচেও নামেননি। তিনি আরও অভিযোগ করেন, ভারতীয় নাগরিককে চিকিৎসা সেবা না দিয়ে কর্তব্যরত চিকিৎসক মানবাধিকার লংঘন করেছেন এবং দেশের ভাবমূর্তী ক্ষুন্ন করেছেন। এছাড়াও ওই চিকিৎসকের বিরুদ্ধে ইতিপুর্বেও একাধিক অভিযোগ রয়েছে বলে সম্মেলনে অভিযোগ করা হয়। তিনি দ্রুত অভিযুক্ত ডাঃ আশাকে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে বলেও জানান।
এ বিষয়ে ডাঃ আয়েশা সিদ্দিকা আশা বলেন, ওই দিন সকাল থেকে দুইবার ওই রোগীকে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে দুপুরে আবারও যখন ওই রোগী এসেছিলেন তখন দোতলায় আমি খাওয়া দাওয়া করছিলাম। ফোনে রোগীর বিষয়ে জেনে তাকে দ্রুত নাটোরে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক বলেন, তিনি এ সংক্রান্ত কোন লিখিত অভিযোগ পাননি। তবে মৌখিকভাবে জেনে ডাঃ আয়েশা সিদ্দিকা আশাকে গত ২৮জুন একটি কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।