সঞ্জিত দাস, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সনাক্তের হার। আজ একদিনে সর্বোচ্চ ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এই নিয়ে জেলায় মোট ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল।

বুধবার (২৪ জুন) সকালে বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সুব্রত দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. সুব্রত দাস জানান, গত ১৭ ও ২১ জুন বাগেরহাটের সন্দেহভাজন এই করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার জন্য পাঠালে নারী পুরুষ মিলিয়ে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বাগেরহাটে এই প্রথম একদিনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ করোনা পজিটিভ হয়েছিল ১৭ জন।

নতুন আক্রান্তদের মধ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলায় পাঁচজন, সদরে ছয়জন, ফকিরহাটে এগারো জন, মোংলায় তিনজন, রামপালে দুইজন এবং চিতলমারিতে চারজন রয়েছেন। এদের মধ্যে দুজন বাদে সবাই জেলার বাইরে থেকে ফেরা।

আক্রান্তদের অধিকাংশের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকায় বাড়িতে রেখে তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন।

বাগেরহাট জেলায় এই নিয়ে মোট ১৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হল। এদের মধ্যে ৩০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *