এস.এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাটে আজ বৃহস্পতিবার বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহীদ মিনার দিয়ে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা পরিষদ অডিটরিয়াম চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানেই ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।
সকালে বর্ষবরণ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রেজাউল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন, জেলা সাংস্কৃত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর ফজলে সাঈদ ডাবলুসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা পরিষদ অডিটরিয়াম চত্ত্বরে বৈশাখী মেলায় গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে নানা ধরনের স্টল দিয়েছে দোকানদাররা।