শেখ সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে গোসল করতে নেমে বিল্লাল মোল্লা (২৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে নিখোজ হয় ওই শ্রমিক।নিখোঁজ বিল্লাল মোল্লা মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে জাহাজ বা কার্গো থেকে সিমেন্ট খালাসের কাজ করত।
নিখোজের খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত দেড় ঘন্টা চেষ্টা করেও তাঁকে খুজে পাওয়া যায়নি। ।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা সদর (লিডার) মোঃ শফিকুল ইসলাম জানান, নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। খুলনার ডুবুরী দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিখোঁজ শ্রমিককে দেড় ঘন্টা চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে ফায়ার সার্ভিস আবার উদ্ধার অভিযান হয়েছে।