ডেস্ক রিপোর্টঃ
”জেগে ওঠো বাংলার বিবেক” এই স্লোগান সামনে রেখে বাগেরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন ষেশে প্রেসক্লাবের মীর জুলফিকার আলী অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে সংগঠনের জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহ্ আলম টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পংকচ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকি। এসময় আলোচনা সভায় অন্যন্যদের মধে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাগেরহাট শাখার সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহসভাপতি আরিফুল ইসলাম, সদস্য.দৈনিক ভোরের দর্পণ ও আইএনবি নিউজের জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, বিষœু প্রসাদ চক্রবর্তী, জেলা মহিলাপরিষদের সভানেত্রী শিল্পি সোমাদ্দার, অধ্যক্ষ অজয় সরকার, ডা. জিল্লুর রহমান প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের ১৪ দফা বাস্তবায়নের লক্ষে ঐক্যবধ্য হয়ে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *