ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখা।
এ উপলক্ষে এদিন দুপুরে শহরের জেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন
সংগঠনের সভাপতি মনোরঞ্জন সিংয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডুসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি একটি নীল নকশা। বক্তারা আরো বলেন, এ ঘটনায় প্রশাসনের প্রতি আমাদের সম্প্রদায়ের অনাস্থা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ সংখ্যালঘুদের বসতবাড়ী জানমাল রক্ষায় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো: জাফরউল্লাহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কল্প বর্মন, কার্যকরী সদস্য জদুনাথ বর্মন, সহ শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক উজ্জল শাহ্, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মো: সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।