পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের বলিহন্ড গ্রামের শ্রী বাদল সিংহের তিন (৩)শিশু বিরল রোগে আক্রান্ত |একই পরিবারের তিন (৩)শিশু বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হলে মঙ্গলবার ২৭ জুলাই হরিপুর উপজেলার চেয়ারম্যান মুকুল তড়িৎ গতিতে ছুটে যান অসহায় শিশুদের বাড়ীতে |তিন (৩)শিশুর সব ধরনের সব ধরনের উন্নত চিকিৎসা এবং খাবারের ব্যবস্থা করে দেন তিনি |বিরল রোগে আক্রান্ত তিন(৩)শিশুর মা কাজলি রানী বলেন–সব শিশুর মত স্বাভাবিক জীবন–যাপন করতেন তারা |কিন্তু হঠাৎ এক বিরল রোগে আক্রান্ত চিকিৎসার অভাবে আজ প্রতিবন্ধী তিন ভাই | প্রথম সন্তান রমাকান্ত (১৪) দ্বিতীয় শ্রেনীতে ছাত্র থাকা অবস্থায় এ রোগে আক্রান্ত হয় |তারপরে দ্বিতীয় ভাই জয়ন্ত(১২) বড় ভাইয়ের বয়সেই এ রোগে আক্রান্ত হয় | আবার তৃতীয় ভাই হরিদ্র (৮) এই বিরল রোগে আক্রান্ত হওয়ার পথে | তিন ছেলেকে নিয়ে আমরা এখন নিরুপায় হয়ে এবং নিরুৎসাহিত হয়ে পথে বসেছি |