মোরশেদ মানিক, বিরামপুর ( দিনাজপুর) থেকে :
আমার জীবন আমার সম্পদ, বীমাকরলে থাকবে নিরাপদ শ্লোগান নিয়ে এবার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ১ মার্চ (বুধবার) সকাল ১১টায় এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে জাতীয় বীমা দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা পরিষদের চেয়াররম্যান খায়রুল আলম রাজু, থানার ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা ভাইস-চেয়ারম্যানদ্বয় উম্মে কুলছুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, গ্রীণডেল্টা বীমা কোম্পানির সাবেক ইভিপি মোজাম্মেল হক, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক মাহমুদুল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রাষ্ট্রয়াত্ব জীবন বীমা কর্পোরেশনের শাখা ব্যবস্থাপক জি.এম ফেরদৌস সরকার, বেসরকারি বীমা
কোম্পানির কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।