মোরশেদ মানিক,দিনাজপুর প্রতিনিধি :
বিরামপুরের ৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মাঠ পর্যায়ে জনশুমারী/ আদমশুমারীর কাজ শেষ করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে বৃহস্পতিবার উপজেলা সভা কক্ষে বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজুর উপস্থিতিতে আলোচনায় জানানো হয়, আগামী ১৫ জুন থেকে ২১ জুন ট্যাবের মাধ্যমে অনলাইনে ৪৬২ জন গননাকারী দিয়ে জনশুমারী বা গৃহগননা বা আদমশুমারীর কাজ শুরু হবে। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম মন্ডল ও উম্মে কুলছুমবানু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সকল দফতরের
কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান গনসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন