মোরশেদ মানিক, বিরামপুর ( দিনাজপুর) থেকে : দিনাজপুরের বিরামপুরে বাই
সাইকেল-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আকতারুল ইসলাম (৫০) নামের এক
ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ৮ ফেব্রুয়ারী সন্ধা ৭টার দিকে উপজেলার
কাটলা-বিরামপুর আঞ্চলিক সড়কের মুকুন্দপুর বাজারের সাদেকের চায়ের দোকানের
সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকতারুল ইসলাম পলিখাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। বিরামপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকতারুলের ভাতিজা শরিফুল ইসলাম জানান, বুধবার সন্ধায় বাড়ী থেকে
বাইসাইকেল নিয়ে স্থানীয় মুকুন্দপুর বাজারে যাচ্ছিলেন আকতারুল ইসলাম। এসময়
কাটলা বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল বিরামপুর যাওয়ার পথে মুখোমুখি
সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহী দ্রæতগতিতে দু:ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাইকেল আরোহীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আকতারুলকে মৃত ঘোষণা করেন।
জানাতে চাইলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরা
পারভিন বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি হাসপাতালে আসার আগেই মৃত্যু
হয়েছে। নিহতের মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, নিহতের
মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।