কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিশ্ব দৃষ্টি দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে কুড়িগ্রামে বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যাক্ত ও অসহায় নারীদের অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উলিপুর উপজেলাধীন থেতরাই ইউনিয়ন পরিষদ হলরুমে গত ২৫ অক্টোবর দিনব্যাপী ইউকেএইড এর অর্থায়নে ও সাইট সেভার্স এর সহযোগীতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। নারী সংস্থা ও মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর, কুড়িগ্রাম এর আয়োজনে এবং “দি রাইট টু হেলথ, ব্রের্কিং ডাউন বেরিয়ার্স টু আই হেলথ ইন সাউথ এশিয়া” শীর্ষক প্রকল্পের আওতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে ১৪৬ জন রোগীর মধ্যে চশমা ও ঔষধ বিতরন করা হয়।
১৬ জন রোগীকে ছানী অপারেশনের জন্য ভর্তি করানো হয়। বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে উপস্থিত ছিলেন- থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী, নারী সংস্থার পরিচালক ফরিদা ইয়াসমিন, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের মেডিকেল অফিসার ডাঃ সাইদুর রহমান স্বপন, ইনকু¬শন অফিসার অরবিন্দু রায়, রিফ্রাকশনিস্ট প্রহেলিকা চৌধুরী, ডাটা কালেক্টর আর্জিনা খাতুন, ওয়ার্ড বয় মাহমুদুল আলম, ওয়ার্ড ফিমেল জান্নাতুন খাতুন প্রমুখ।