লেখক-মৃধা বেলাল :

সাঁজের বেলায়_
মনটা যখন ভিশন খারাপ।।
হৃদ জমিনে জমে গেছে _
ব্যাথারই বরফ।।

পুরোনো স্মৃতি গুলো_
হেয়ালি করেছে বড্ড আমায়।
চারিদিকটা যেন মনে হয়_
জনশূন্য এক লোকালয়।

হাতে নিলেম বিষের বাঁশি_
নিলেম সর্বহারা।।
বিদ্রোহী কবি নজরুলের লেখা_
বই দুখানা।।
এক দৃষ্টিতে পড়িতে পড়িতে_
ব্যাথায় কাতরে কাতরে_
আঁখিদ্বয়ে বহিয়াছে ধারা।।
যে ধারার প্রত্যেকটা ফোটা ছিলো_
স্বব্দ নিশিতে নিরবে শ্রাবণের_
অবিরাম বৃষ্টি ধারা।।
বক্ষ জুরে নিদারুন অগ্নি জ্বলন জালা।।
এ যেন মনে হয় চৈত্রের বিলের _
চৌচির মাঠের বুক ফাটা কাঁন্না।
****
লেখক,কবি ও সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *