-মোল্লা হারুন উর রশীদ
ফাল্গুনে বৃক্ষের পাতা ঝরে পড়ে বৃক্ষ নাহি মরে। তপ্ত রবিতে বৃক্ষ দাড়িয়ে হেলে নাহি পড়ে।
জীবনে ঘাত প্রতিঘাত আসবে জীবনে একা সইবে।
ফাল্গুন একবারেই আসে না আরো পাঁচ ঋতু বইবে।
আলো আধার আছে বলেই জীবনটাতো এভাবেই চলবে।
নিজের স্থান নিজেকে নিতে হবে অন্য নাহি দিবে।
শেয়ানারা তোমায় সব সময় হৃদয়ে পিরা দিবে।
শোন হে মানুষ, শোন হে মানুষ,
আমিও মানুষ তুমিও মানুষ! নিজেকে প্রশ্ন করো
তোমার কি আছে হুস! গগনে মুক্ত ডানায় পাখি উরে ধরনীতে
মোরা মানুষ হাটতে মানুষেই হোচট মারে।
কি অপরুপ প্রকৃতি সষ্ট্রার সৃষ্টি চক্ষু দিয়ে দেখপার কেউ নাহি পাড়ে।
এটাই কি কোন মানুষ ভাবতে পাড়ে।