আশানুর রহমান আশা,বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে সাহেব আলী (৩৫) নামে এক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ মার্চ) বিকালে বেনাপোল সীমান্তের মহিষাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক সাহেব আলী বেনাপোল পোর্ট থানার
মহিষাডাঙ্গা গ্রামের বাবর আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি গোপনে এলাকায় ফিরেছে, এমন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান চৌধুরী মহিষাডাঙ্গা এলাকায়
অভিযান চালিয়ে তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনর্চাজ মামুন খান জানান, আটক আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।