আশানুর রহমান আশা ,বেনাপোলঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাজমুল হাসান অপু (২৮) নামে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত এক পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকা থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক অপু বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রাপ্ত আসামী অপু গোপনে এলাকায় ফিরে বিচরণ করছে। এমন খবরে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান জানান, আটক আসামীকে বিচারার্থে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।