রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌরুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস উদ্বোধন এবং চিলমারী নদী বন্দর উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে রৌমারী ফেরিঘাটে বুধবার ২০ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিলমারী-রৌমারী নৌরুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস এবং চিলমারী নদী বন্দর উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এমপি, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এস. এম. ফেরদৌস আলম, বিআইডব্লিউটিএ এর যুগ্ম-সচিব এবং সদস্য (প্রকৌশল), ডঃ এ.কে.এম আজাদুর রহমান,কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
চিলমারী-রৌমারী নৌরুটে ফেরিঘাট ও ফেরি সার্ভিস এবং চিলমারী নদী বন্দর উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে চিলমারী ও রৌমারী প্রান্তে সুধি সমাবেশ সহ সকল আনুষ্ঠানিকতায় জেলা পুলিশের পক্ষ সালামী, প্রটোকল, প্রটেকশন, ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্নস্তরের নিরাপত্তা সেবা প্রদান নিশ্চিত করা হয়।