ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার : মৌলভীবাজার বড়লেখা উপজেলার রূপালী ব্যাংক আজিমগঞ্জ শাখার উদ্যাগে প্রকাশ্যে কৃষি ও পল্লি ঋন বিতরন কর্মসৃচী ৯নং সুজানগর ইউপি পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সুজানগর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ এর সভাপতিত্বে ও রূপালী ব্যাংক আজিমগঞ্জ শাখা ব্যবস্থাপক মিন্টু দের পরিচালনায় প্রকাশ্যে ঋন বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক সিলেট এর যুগ্ন পরিচালক হুমায়ন আহমদ খান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপালী ব্যাংক লিমিটেড জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার শাহ মোঃ সাহাব উদ্দিন, পূবালী ব্যাংক লিঃ দক্ষিণভাগ শাখার ব্যবস্থাপক প্রবীর রঞ্জন সাহা, ইউপি সচিব শাহীন আহমেদ চৌধুরী, বিশিষ্ট আগর-আতর ব্যবসায়ী মোঃ আব্দুল মতিন লুলু মিয়া, বণিক সমিতির সভাপতি মোঃ আব্দুল হকসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সভা শেষে ঋণ গ্রহীতার মধ্যে প্রকাশ্যে ৩০ হাজার টাকা করে ঋণ বিতরণ করা হয়।