নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ‘করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা খাতুন বক্তব্য রাখেন।