মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় সাইফুল ইসলাম স্যারের উদ্যোগে এক ঝাঁক মেধাবীকে পরীক্ষার প্রস্তুতি হিসেবে এইচএসসি-২০১৮ পরীক্ষার্থীদের কুইজ প্রতিযোগীতা, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ মার্চ) দিনব্যাপী বনপাড়া বার্ড ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত বিদায় অনুষ্ঠানে নাটোর দত্তপাড়া মডেল কলেজের রসায়ন প্রভাষক সাইফুল ইসলাম রুহুলের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন, বনপাড়া বার্ড ইন্টারন্যাশনালের অধ্যক্ষ রফিকুল ইসলাম, খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মোস্তফা, বনপাড়া ডায়গনিষ্টিক সেন্টার এ্যান্ড ডিজিটাল ল্যাবের স্বত্ত্বাধিকারী মোঃ রানা আহম্মেদ, প্রভাষক সাইফুইল ইসলামের সহধর্মিণী রাকিয়া আক্তার, মেয়ে তাসনিয়া রাইসা তাবা। উক্ত বিদায় অনুষ্ঠানে বনপাড়া ডিগ্রি কলেজ, শেখ ফজিলাতুন্নেসা অনার্স কলেজ, সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, কাদিরাবাদ স্কুল এন্ড কলেজ, ওয়ালিয়া হাকিমুন্নেসা কলেজ, আজম আলী ডিগ্রি কলেজ, নাটোর দত্তপাড়া মডেল কলেজ, রাজাপুর অনার্স কলেজ, ধানাইদহ ডিগ্রি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী বিদায় নেয়। অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের মাঝে পুরুষ্কার ও সকল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।