নাটোর প্রতিনিধি:
 
নাটোরের বড়াইগ্রামে গোপন বৈঠক করার সময় রোববার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের রাজাপুর জামে মসজিদ এলাকা থেকে জামায়াতের জেলা সেক্রেটারিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  
আটকৃতরা হলেন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেুকর রহমান, সাবেক জেলা সেক্রেটারী ও নাটোর-৪ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হোসাইন ও সেক্রেটারী আবু বকর সিদ্দিক, বায়তুল মাল সম্পাদক আতিকুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সাবেক আমীর রাজাপুর গ্রামের হাশেম আলী মীর ও চড়ইকোল গ্রামের আব্বাস আলী মাস্টার, উপজেলা দাসগ্রাম এলাকার হাবিবুর রহমান, ধানাইদহ গ্রামের সোলায়মান হোসেন, বনপাড়া পৌরসভার মালিপাড়া গ্রামের কোরবান আলী ও জুয়েল রানা, জামায়াত কর্মী ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি বাজিতপুর গ্রামের  হাসানুল বান্না উজ্জল, ইকড়ি গ্রামের আমজাদ হোসেন ও জয়নাল আবেদীন মাস্টার এবং বড়দেহা গ্রামের নবীর উদ্দিন মাস্টার।
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সকলকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *