নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ হল রুমে গোপালপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবু বক্কর সিদ্দিক, পৌর আ’লীগের ওয়ার্ড সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সোবাহান প্রামাণিক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, পৌর কাউন্সিলর ও মহিলা আ’লীগের সভাপতি শরীফুন্নেছা শিরিণ, উপজেলা যুবলীগের আহবায়ক মুহিত কুমার সরকার, জয়বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রুবেল বালী, পৌর কাউন্সিলর সোনাভান বেগম, মো. বোরহানউদ্দিন ভূঁইয়া, মো. হেলালউদ্দিন, মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মেহের আলী, আবুল খায়ের প্রমূখ।