বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের দুই দিন পর শান্তাহার শেখ ওরফে শান্ত (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সিঙ্গালাল বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শান্ত উপজেলার গড়মাটি পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলী জামালের ছেলে।
শান্ত’র বড় ভাই ফজলুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দোকানে যাওয়ার কথা বলে শান্ত বাড়ি থেকে বের হয়। পরে রাতে সে আর বাড়িতে ফিরেনি। পরিবারে লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে শনিবার দুপুরে সিঙ্গালাল বিলে মহিষ চড়াতে গিয়ে স্থানীয় সাজদার মোল্লা বিলের তামাক ক্ষেতে শান্তর গলাকাটা লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। চার ভাইয়ের মধ্যে শান্ত সবার ছোট। তার স্ত্রী ও ১৮ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহরিয়ার খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শত্রুতা বশতঃ দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করেছে। দুর্বৃত্তদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।