নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ’র ওপর ১৫ আগষ্টে হামালাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ আগষ্ট বিকেলে উপজেলার বড়াইগ্রামের রোলভা চঁ^াদের মোড়ে প্রতিপক্ষের হামলায় আহত হয় মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ সহ কমপক্ষে ১৫ জন আ.লীগ নেতা-কর্মী। এসময় ভাংচুর করা হয় তাদের ব্যবহৃত ১০ টি মোটরসাইকেল। ঘটনার পরের দিন অভিযুক্ত ১৭ জনকে আসামী করে থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
এরই প্রেক্ষিতে ২৫ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার বনপাড়াস্থ পাটোয়ারী জেনারেল হাসপাতাল চত্তরে বিভন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গুরুদাসপুর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল বারী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ১৫ আগষ্ট এ আহত চান্দাই ইউপি সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোহিত কুমার সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুস সোবাহান প্রামানিক, মাঝগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি খোকন মোল্লা, চান্দাই ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, খুবজীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শরিফুল ইসলাম, বড়াইগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর, নাজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জয়নাল আবেদিন, ধারাবারিষা ইউনিয়ন আ’লীগের সভাপতি জামাল হোসেন, চাপিলা ইউনিয়ন আ’লীগের সভাপতি হাসমত আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন