মোঃ জাহিদ আলী, বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি;
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারের এক মুদী দোকানে ফ্রিজ ও সেল্ফে সাজিয়ে রাখা ৫৬টি এনার্জি ড্রিংকস টাইগারের বোতলে মিলল চোলাইমদ। রবিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোতলগুলো উদ্ধার করে এবং অভিযুক্ত দোকানী সমীর পালমা (৩৪) কে আটক করে। দোকানী অভিনব এই পন্থা অবলম্বন করে বিক্রি করে আসছিলো চোলাই মদ। পুলিশ এসময় ২৫০ মি.লি’র ৫৬টি বোতল ভর্তি ১৪ লিটার পরিমাণে চোলাইমদ জব্দ করে। পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ পরিদর্শক মো. রফিুকল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটকৃতকে জেল হাজতে প্রেরণ করা করা হয়েছে।