মো. জাহিদ আলী নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা পুলিশ রবিবার দুপুরে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আল-আমিন মিলন (২০) নামে এক বাসযাত্রীকে আটক করেছে। সে রাজশাহী জেলার মতিহারের দাশমারি মধ্যপাড়া গ্রামের সোনাতন মন্ডলের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসূর নূর জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়মিত দায়িত্ব পালনকালে লাথুরিয়া নামক স্থানে রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী রতœা পরিবহনের যাত্রীবাহি বাসে তল্লাশী চালানো হয়। এ সময় ওই যুবকের কাছে থাকা কলেজ ব্যাগের ভিতর থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করার পর নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *