কবি -মোঃ আমির হোসেন
==================
রমজানের সওগাত নিয়ে
ফিরে এলো মাহে রমজান
পাপমোচনের সুযোগ এসেছে
মাপ চেয়ে নাও মুসলামন।
এসেছে রমজান, হে মুসলমান
নিয়ে রহমতের ডালি
সৌভাগ্যবান আছেন যারা
যাবেনা তারা সে কথা ভুলি।
বারো মাসের শ্রেষ্ঠ মাস
নাম তার রমাদান
এ মাসেই নাজিল হয়েছে
ঐশী বাণী পাক কোরআন।
রোজাদারের পুরস্কার দিবেন
মহান আল্লাহ নিজ হাতে
রাইয়ান নামক দরজা দিয়ে
রোজাদার যাবে জান্নাতে।
রাইয়ান হচ্ছে বিশেষ দরজা
শুধু রোজাদারদের তরে
তাদের ঢোকার পরে ঐ দরজা
দেবে বন্ধ করে।
তার মতো হতভাগা
এমন কে আর আছে
যে ব্যক্তি গুনাহ মাপ করাতে
পারলোনা এ মাসে।
হাজার মাসে অপেক্ষা উত্তম
আছে একটি রজনী
কারো ভাগ্যে জুটিলে তবে
মাুছে যাবে সকল পাপ গ্লানি।
বরকতময় এই রমজানে
ইবাদত কর বেশি বেশি
হয়তো আর না জুটতে পারে
এই বরকতময় শশী।
বেশি বেশি দান সদকা
কর সাধ্য মতো
তার উছিলায় ক্ষমা পেতে পারো
অতীতের পাপ যত।
সত্তর গুন বেশি ছোঁয়াব
অন্য সময় থেকে
রমজানের পূর্ণ রবকত
আল্লাহ ভাগ্য যেন জোটে।
শবে কদর পাই যেন গো মাবুদ
তোমার সকাশে প্রার্থনা
ধুয়েমুছে সাফ করে দাও
আমাদের জীবনের সব গুনা।