ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীর বাগভান্ডার সীৃমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে বাগভান্ডার বিজিবি। জানঅগেছে ১৮ জানুয়ারী ভোর রাত সাড়ে ৩ টার সময বাগভান্ডার গ্রামস্থ আন্তর্জাতিক সীমানা পিলার নং ৯৬২/২ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময়  ১৮/১/২১ ইং রোজ সোমবার ভোর  ৪ টার সময়  লালমনিরহাট ব‍্যাটালিয়নের (১৫ বিজিবি), ডি কোম্পানি , বাগভান্ডার বিওপির নায়েক মোঃ খালেদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন টহল ডিউটি করার সময়  মোঃ আজিবর রহমান (৩৫),কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আজিবর রহমান উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী গ্রামের মোঃ আলাউদ্দিনের পুত্র। গ্রেপ্তারকৃত আজিবর ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানায়।

পরে বাগভান্ডার বিজিবি ক্যাম্পের  নায়েক মোঃ খালেদ হোসেন ধৃত আসামী সহ ভূরুঙ্গামারী থানায় একটি এজাহার দায়ের করেন।  ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিজিবি বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা
   মামলা নং ১০, তাং ১৮/০১/২০২১ ইং, ধারা- ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১(১)(ক) রুজু করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন