ঢাকা সংবাদদাতাঃ

ভারতে গোরক্ষার নামে নির্বিচারে মানুষহত্যা বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
সোমবার গণমাধ্যমে প্রেরিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষিত উদার নীতির সাথে বাস্তবতার কোনও মিল নেই। এক শ্রেণীর উগ্র সাম্প্রদায়িক লোক গোরক্ষার অজুহাত সৃষ্টি করে নিরীহ নিরপরাধ মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করছে। যা মানবতা বিরোধী ও সভ্যতা বিবর্জিত।
নেতৃদ্বয় বলেন, ভারতের অভ্যন্তরে ঘটে যাওয়া এ বেদনাদায়ক দৃশ্য সভ্য দুনিয়া নিরবে পর্যবেক্ষণ করছে। ভারত সরকার কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলো এ ধরনের উগ্র সাম্প্রদায়িক নির্মম হত্যাকান্ড বন্ধের কার্যকর ও দৃশ্যমান কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। যা বিশ্ব সভ্যতা ও মানবতাকে প্রশ্নবিদ্ধ করছে।
নেতৃদ্বয় বলেন, কথিত ধর্মনিরপক্ষে রাষ্ট্র ভারতে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী এবং নিম্ন বর্ণের দলিত শ্রেণি বরাবরই অপমান, বঞ্চনা, নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। চরম মুসলিম বিদ্বেষী ও মানবতাবিরোধী হিন্দুত্ববাদী ভারতীয় শাসক শ্রেণির জুলুম ও আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশ্বের সকল মানবতাকামী মানুষকে সোচ্চার হতে হবে।
তারা বলেন, মসজিদে বয়ানে ফিলিস্তিনি ও আফগানিস্তানের মুসলমানদের ওপর চলা নির্যাতনের কথা বলা হয় কিন্তু কাশ্মিরের মুসলমানদের কথা বলা হয় না। দিল্লির মদত ছাড়া ক্ষমতায় যেতে পারবে না বা ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে শাসকগোষ্টি নীরব। এ বিষয়ে তথা কথিত সুশিল সমাজের ভূমিকাও আজ প্রশ্নবিদ্ধ।
বিবৃতিতে আরো বলেন, ভারতের মুসলিম সম্প্রদায়সহ সকল ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা বিধান করার দায়িত্ব ভারত সরকারের। বিবেকবান বিশ্ব আশা করে জনগণের জানমাল ও ইজ্জত রক্ষার ক্ষেত্রে ভারত সরকার অবহেলা প্রদর্শন না করে তাদের ওপর অর্পিত সাংবিধানিক মানবিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং আমরা আশাবাদী হতে চাই এ ঘৃণিত সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে আর কাউকে জীবন দিতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *