ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র উপজেলা শাখার সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলামের উদ্যোগে বিএনপি’র পক্ষ থেকে সোমবার বিকেলে বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরন করেছেন। উপজেলার ভোলাহাট ইউনিয়নের বন্যার পানিতে বাড়ী-ঘর পানিতে তলিয়ে যাওয়া রামেশ্বর হাই স্কুলের আশ্রয় শিবিরের ৯০টি পরিবার ও চরধরমপুর হাই স্কুলে আশ্রয়ে থাকা ৭০টি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ম্যাচ ও মোমবাতি দেয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রেশমাতুল আরশ রেখা, উপজেলা বিএনপি’র সিনিয়ার সহ সভাপতি মাহাতাব উদ্দিন, সহসভাপতি ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, বিএনপি নেতা আব্দুল বারী, আলাউদ্দিন ঠিকাদার. উপজেলা ছাত্রদল শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারন সম্পাদক কায়সার আহমেদ ও বিএম রুবেলসহ অন্যরা। মঙ্গলবার উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রান দেয়া হবে বলে জানান উপজেলা চেয়ারম্যান। অপরদিকে সকালে বন্যার্তদের ত্রান দিতে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে চরধরমপুর হাই স্কুলের বানভাসি পরিবারগুলোকে মুড়ি ও চানাচুর প্রদান করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। এ’ছাড়া বিত্তবানদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসার জন্য আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোস্তারি বেগম, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মনসুরা আহমেদ, সহকারী প্রধান শিক্ষক হোসনে আরা পাখি, সহকারী শিক্ষক মাও আব্দুল কাদেরসহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।