!
এস,কে আরিফ ঢাকাঃ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার বিচারের দাবিতে ব্যতিক্রম প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন ‘ইত্যাদিখ্যাত’ কুড়িগ্রামের আবদুল হাই মাস্টার।
২৫ জানুয়ারি কুড়িগ্রামের ভুরুঙ্গমারীর সোনাহাট স্থলবন্দর থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত প্রতিবাদ কর্মসূচির লক্ষ্যে লংমার্চে অংশ নেন তিনি।
একই কর্মসূচির পথসভার অংশ হিসেবে শনিবার তিনি রূপগঞ্জের ভুলতা এলাকায় পৌঁছেন।
পরে উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকার প্রেস ক্লাব কার্যালয় থেকে পথসভা করেন।
পথসভায় খলিল শিকদার, এসএম শাহাদাত, জাহাঙ্গীর আলম হানিফ, গোলাম কাউসার দিলু, সাইফুল ইসলাম, দুলাল ভূঁইয়া, মাহবুব আলম প্রিয়, সুমন মজুমদার, আতাউর রহমান সানি, আল-আমিন মিন্টু, রুবেল মাহমুদ, এমএইচ বিজয়, তুষার আহাম্মেদ, সুজন, আহাম্মদ আলীসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।