বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার সর্বস্তরের জনসাধারণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শওকত আলী। ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন “আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আযহার শুভেচ্ছা।”সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক নির্মুল,বাল্যবিবাহ প্রতিরোধ কল্পে সকলকে পুলিশকে সহায়তা করতে আহবান জানান,সেই সাথে তিনি করোনাকালে সবাইকে ধৈর্য ধারন করে করোনা সতর্কতা স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন এবং সকলের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *