ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ২৬.৭.১৯
ভুরুঙ্গামারী ও কচাকাটার চরাঞ্চলের বানভাসীদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন। শুকবার সারাদিন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ টি পরিবারের মাঝে নগদ ৪শ টাকা করে মোট ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের সহঃ সভাপতি ও সংরক্ষিত মহিলা এমপি সেলিনা ইসলাম সিআইপি,ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান,সম্পাদক মামুনুর রশীদ সরকার প্রমুখ।