ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ pic-21-2-17
ভুরুঙ্গামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর উপজেলা আমির ও নাগেশ্বরী উপজেলার সেক্রেটারি সহ ৩৩ জনকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। জানাগেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দুরে বাইশমারী নামক স্থানে আব্দুর রাজ্জাকের বাড়ির পাশে একটি মসজিদে এরা মিলিত হয়েছিলো। পুলিশ জানিয়েছে গোপন ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা নিয়ে বৈঠকের খবর পেয়ে তারা অভিযান চালায়। এসময় ঐস্থল থেকে ভুরুঙ্গামারী উপজেলার জামায়াতের আমির আজিজুল ইসলাম , পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু হানিফ, ইসলামী পাউন্ডেশনের ফরিদুল ইসলাম এবং প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক মানিক সহ ৩৩ জনকে আটক করে। এসময় তারা তাদের ব্যবহৃত ৯টি হোন্ডা ও ৮টি বাইসাইকেল আটক করে। এরিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন