ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
গতকাল বৃহস্পতিবার ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও মরহুম আলহাজ কফিলুর রহমান স্মরণে উপজেলার ২০১৫ সালের জে,এস,সি ও জে,ডি,সি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী,ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ,উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইনছান আলী ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু। বিদ্যালয়ের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এ,কে,এম মাহমুদুর রহমান রোজেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ। ১৪৯ জন জিপিএ-৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্র্থীতে সংবর্ধনা দেয়া শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।