ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্তে ভারতীয় জিরা, চা পাতি, জর্দা,পলিথিন ব্যাগ ও বাই সাইকেল আটক করেছে বিজিবি
জানা গেছে, সোমবার গভীর রাত্রে উপজেলার বাগভান্ডার সীমান্তের মেইন পিলার ৯৬২/৫এস এর অদূরে বাংলাদেশের খামার পত্রনবীশ নামক এলাকায় উক্ত ভারতীয় পণ্য গুলো আটক করে বিজিবি। টহলরত বিজিবি অভিযান চালালে চোরাকারবারিরা পালিয়ে গেলে চার বস্তায় ভারতীয় ১০০ কেজি চা পাতি, ১৩ কেজি জিরা, ২০ কৌটা জদ্ধা, ২ হাজার ৫শত পিচ পলিথিন ব্যাগ ও ২ টি বাই সাইকেল আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পণ্য গুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৭৪ হাজার ২ শত ৮০ টাকা । ১৫ ব্যাটালিয়ান লালমনিরহাট বিজিবির বাগভান্ডার কোম্পানি সদর কমান্ডার শহিদ আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ভারতীয় পণ্যগুলা আটকের কারনে সীমান্তে চোরাচালান যেমন কমেছে তেমনি সীমান্ত হত্যাও প্রায় বন্ধ হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *