স্টাফ রিপোর্টার, ভুরুঙ্গামারী ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাঠগীর গ্রামে বুধবার রাতে কলিমুদ্দিন, শাহাজাহান আলী, বাহাজ উদ্দিন, ফুলজার, মোকাদ্দেসের বাড়ীতে অগ্নিকান্ড ঘটে। এতে ৫টি পরিবারের ১৩টি ঘর, আসবাবপত্র, গরু, ছাগল, হাঁস-মুরগী, খাদ্যশস্য, নগদ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়। গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করে পরদিন (বৃহস্পতিবার) ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে ওই পরিবারকে ৬ বান্ডিল ঢেউটিন প্রদান করা হবে বলে জানা গেছে।
###