ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরী সহায়তা হিসাবে কম্বল ও শুকনা খাবার প্রদান করা হয়। শনিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের নিকট এ ত্রান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম। উল্লেখ্য গত গত শুক্রবার রাত ২ টার সময় উপজেলার বাশজানী ঝাকুয়াটারী গ্রামের দরিদ্র কৃষক মোজদার আলীর বাড়িতে গোয়াল ঘরে অগ্নিকান্ডে গরুবাছুরসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় এবং ৫ টি গরু অগ্নিদগ্ধ হয়। বিষয়টি উপজেলা প্রশাসনে জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক খোজ খবর নিয়ে এই সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম জানান ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য টিনসহ আর্থিক সাহায্যের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে এবং অগ্নিদগ্ধ গরুগুলোর সুচিকিৎসা নিশ্চিত করতে প্রানী সম্পদ চিকিৎসক প্রেরন করা হয়েছে।