ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় একটি অটো রিকসা যোগে কে বা কারা মৃত ব্যক্তিটিকে হাসপাতালের বারান্দায় নেমে দিয়ে চলে যায়। লোকটির আনুমানিক বয়স (৫৫)। পরনে লুঙ্গি, গায়ে ফুলহাতা সার্ট এবং হাফ স্যুয়েটরি রয়েছে। পাকা দাঁড়ি রয়েছে। তার সাথে চামড়ার হ্যান্ড ব্যাগ রয়েছে। অন্য একটি ব্যাগে বেশ কিছু ভোটার আইডি কার্ড এবং বিভিন্ন লোকের ছবি, মোবাইল ফোন ও সিটিসেল মর্টেম রয়েছে। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত জানিয়েছেন লোকটি যশোহরের হতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বলদিয়া গ্রামের সানোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।