কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীর এক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিঃ ওয়ারেন্ট অফিসারের বাড়িতে ডাকাতি করে প্রায় ১৪ লক্ষাধিক টাকার মালামাল লুটতরাজ ।
জানাগেছে, উপজেলার দেওয়ানের খামার গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিঃ ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল জলিলের বাড়িতে গত ১৮ আগষ্ট মধ্যরাতে বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘবদ্ধ ডাকাতদল অতর্কিতভাবে বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনদের বেধে মারপীট করে আলমিরার চাবি নিয়ে লুটতরাজ চালিয়ে নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা,স্বর্ণের গহনা,শ্যালোমেশিন ও ১ টি কোরবানীর গরু সহ প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল লুট করা সহ বাড়িঘর ভাংচুর এবং বসতবাড়িতে থাকা মুল্যবান গাছপালা কেটে সাবাড় করে দেয় । বাড়ির লোকজনের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার পরেও বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ চালাতে থাকে। এলাকাবাসী ডাকাতদের চিনতে পারলেও তাদের হাতে থাকা বিভিন্ন অস্ত্র থাকায় জীবনের ভয়ে আটক করতে ব্যর্থ হয়। ডাকাতরা চলে যাওয়ার পরে এলাকাবাসী উক্ত আব্দুল জলিলের বসবাসরত একই বাড়িতে ছোট ভাই মোঃ ফরজ আলী(৩৫),মোঃ শফিকুল ইসলাম(৩২),নজরুল ইসলামের স্ত্রী হনুফা বেগম(২৮) ও তার ভগ্নিপতি গোলজার হোসেন(৪০) কে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়। পরের দিন গৃহকর্তার ছোট ভাই একরামুল হক বাদী হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাতি কাজে জড়িত একই গ্রামের মৃত কলিমুদ্দিন মুন্সীর পুত্র হজরত আলী ডাকাত(৫৫),আবু বক্কর সিদ্দিক ডাকাত (৫০) ও ইউনুছ ডাকাত (৩৫) ও হজরত আলীর পুত্র বাবু ডাকাত(২৫),শামসুল ডাকাত(৫০) ও কুদ্দুস ডাকাত(৫৫) সহ ১৮জনের নামে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করে যার নং ১২,জিআর ১৯০/১৭। পুলিশ ডাকাতির মালামাল উদ্ধারে অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়ির নিকটে বালুর নীচ থেকে উদ্ধার করে থানায় জমা রাখে। এদিকে মালামাল উদ্ধারের পুর্বেই আসামীরা আদালতে জামিন নিতে গেলে বিচারক বাবু মিয়ার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। এ বিষয়ে মামলার তদন্তকারী এস আই ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,গত ২৪ আগষ্ট তারিখে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার অভিযানে ইতিমধ্যে শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে এবং বাকী মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।এদিকে মামলার আসামীরা জামিন পেয়ে মামলার বাদীকে মামলা তুলে না নিলে প্রান নাশের হুমকি প্রদর্শন করায় অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নীচে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। অনতি বিলম্বে মামলার আসামীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি সহ মালামাল উদ্ধারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।