ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুুঙ্গামারীতে আন্তঃসীমান্ত অপরাধ সমূহ রোধ কল্পে গণসতেনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম বিজিবির উদ্যোগে মঙ্গলবার ঢলডাঙ্গা বিজিবি ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন কাউছার। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, এএসপি (সার্কেল) শওকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, ফরিদা পারভীন, ইউপি চেয়ারম্যান শাহীন শিকদার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সম্পাদক এমদাদুল হক মন্টু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিজিবির সেকেন্ড ইন কমান্ড মেজর আব্দুল হামিদ। সীমান্তে মাদক দ্রব্য চোরাচালান, সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ও গরু পাচার রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজ ও ব্যবসায়ীদের করণীয় বিষয়ে পরামর্শ গ্রহন করা হয় এবং সীমান্তে শান্তি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *