এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজী প্রমুখ।