ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে ২য় ধাপে আসন্ন নির্বাচনে অংশগ্রহনকারী ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ও জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিব।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।আরও উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি সুমন রেজা,ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ও কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা অবাধ সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করা হয়।