ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে ১০০ পিছ ইয়াবা টেবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। জানাগেছে ভুরুঙ্গামারী থানার এসআই আব্দুল আউয়াল,এএসআই মনোয়ার হোসেন ও এএসআই শ্যামলকুমারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জয়মনিরহাট ইউযনিয়নে শিংঝাড় বগনীর পাড় গ্রামের মৃত হায়দার আলীর পুত্র মোঃ আব্দুর রহিম ঘেটুর বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিছ ইয়াবাসহ তাকে আটক করে। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এস আই আব্দুল আউয়াল বাদী হয়ে মামলা করে তাকে জেলহাজতে প্রেরণ করেছে। মামলা নং ১৯,তারিখ-১৭.৯.২০১৯। আটক আব্দুর রহিম ঘেটু দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় জড়িত বলে এলাকাবাসী জানান। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন