ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে বেসরকারী সংস্থা উদ্দীপনের আয়োজনে প্রতিবন্ধী ও প্রবীন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসুচির আওতায় প্রতিবন্ধী ও প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করা হয়। রবিবার সকালে ভুরুঙ্গামারী উদ্দীপন শাখা অফিসে প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভুরুঙ্গামারী সদর ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদ্দীপন নাগেশ্বরী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এজাবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উদ্দীপন শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার মোঃ হাসানুজ্জামান হাসান ও মেহেদী হাসান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শাখা হিসাব রক্ষক মৃত্যুঞ্জয় রায়। এসময় সংস্থাটি ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় শতাধিক প্রতিবন্ধী ও প্রবীনদের মাঝে বিতরণ করেন। উদ্দীপন নাগেশ্বরী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ এজাবুল ইসলাম দেশের শীতার্ত মানুষকে শীত নিবারণে সরকারী বেসরকারী সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/01/IMG_20230115_091110.jpg)