ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
করোনা ভাইরাস প্রতিরোধে ভুরুঙ্গামারী উপজেলা ও পুলিশ প্রশাসনের নিয়মিত মনিটরিং এর অংশ হিসাবে বুধবার ঢাকাগামী নৈশকোচের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন ও যাত্রীদের সামাজিক দুরত্ব, স্বাস্থ্য বিধি সরকারী নির্দেশনা মোতাবেক পালন করা হচ্ছে কিনা তা সরেজমিনে উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলামের নেতৃত্বে নৈশকোচগুলোতে মনিটরিং করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মোঃ শওকত আলী,ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান,ইন্সপেক্টর(তদন্ত) জাহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম জানান করোনা ভাইরাস নির্মুল না হওয়া পর্যন্ত সরকারী নির্দেশনা মোতাবেক মনিটরিং অব্যাহত রাখা হবে।