ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা সীমান্তে একই পরিবারের ৪ রোহিঙ্গা সদস্যকে আটক করেছে এলাকাবাসী।এরা হলেন, আবুল কালাম (৩০), তার স্ত্রী সফিকা বেগম (২০) এবং মেয়ে রোজিনা (৪) ও রোকেয়া (২) । এরা মংলু থানার তাড়াশু গ্রামের বাসিন্দা। সফিকা জানিয়েছে ,প্রায় ৩ মাস আগে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে বিভিন্ন জায়গায় ঘুরেঘুরে উপজেলা সদরের বাসষ্ট্যান্ডের মৃত নেকাত ব্যাপারীর পুত্র জনৈক মজির উদ্দিন বাবলু হাজীর বাড়িতে আশ্রয় নেয়। গত শুক্রবার রাতে তারা ভারতীয় সীমান্তবর্তী দিয়াডাঙ্গা গ্রামে জনৈক মাহবুবের বাড়িতে বেড়াতে গেলে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। আবুল কালাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে তার স্ত্রী জানিয়েছে। এলাকাবাসীর ধারনা ভারতে অনুপ্রভেশের উদ্দেশ্যেই তারা সীমান্তে এসেছে। এব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পন্ডিত জানান, পরিবার প্রধান প্রতিবন্ধী। এরা প্রায় ৩ মাস আগে এসেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।