আসাদুজ্জামান খোকন,সিটি এডিটরঃ
ভুরুঙ্গামারীতে কবিরাজী করতে এসে সহযোগী মহিলা কবিরাজের সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় বেরসিক এলাকাবসীর হাতে আটক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে,গত মঙ্গলবার উপজেলার পাথরডুবি ইউনিয়নের উত্তর পাথরডুবি(চান্দিয়ার বাজার)গ্রামের জনৈক শামসের আলী(৭৫) এবং জয়মনিরহাট গ্রামের বিধবা ছালেহা বেওয়া (৫৫) নিজেদের কবিরাজ পরিচয় দিয়ে পাইকেরছড়া ইউনিয়নের চর পাইকেরছড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রীকে প্যারালাইসিস থেকে আরোগ্য করার কথা বলে ঝাড়ফুক দিয়ে দুজনে ঐ বাড়িতে রাত্রি যাপনের উদ্দেশ্যে অবস্থান করে রাত্রি সাড়ে ১১ টার সময় গোপনে অনৈতিককাজে লিপ্ত হলে এলাকাবাসীরা টের পেয়ে তাদের আটক করে বেঁধে রাখে। পরে সংশ্লিষ্ট ইউপি সদস্য ডাঃ খলিলুর রহমান বিষয়টি জানতে পেয়ে রাতে তার জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদে দুজনেই দোষ স্বীকার করলে গ্রাম্য শালিসে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।