ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে রবিবার করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ ও বাজার মনিটরিং । লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম,সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান। লিফলেট বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার জানান,করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পুলিশ এক সাধে কাজ করছে। এছাড়াও করোনা ভাইরাসকে কেন্দ্র করে একটি মহল গুজব সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বাড়িয়ে দেয়ার কারনে ইতিমধ্যে ভ্রাম্যমান আদালতে তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পন্যের মুল্য স্থিতিশীল রাখতে এবং অবৈধমজুদদারী রোধে প্রতিদিন ভ্রাম্যমান আদালতের কাজ অব্যাহত রয়েছে। শুধু তাই নয় উপজেলায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন পালন করছে কিনা এ বিষয়েও নজরদারী রয়েছে। করোনা প্রতিরোধ ও জনসচেতনতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম নিশ্চিত করেছেন।