ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কেরবানির ঈদের দিন ডোবার পানিতে ডুবে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুটির নাম আবীর হোসেন। আবীর ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার চারমাথা এলাকার আলাল উদ্দিন ছেলে।
ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার ঈদুল আজহার দিন দুপুরের দিকে আলাল উদ্দিন ও তার পরিবারের সদস্যরা কোরবানি নিয়ে ব্যস্ত ছিলেন। তখন আলাল উদ্দিনের ছেলে আবীর সবার অজান্তে বাড়ি সংলগ্ন ডোবার পানিতে তলিয়ে যায়। পরে ডোবার পানিতে আবীরের লাশ ভেসে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলী বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।